• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আর মাত্র একদিনের জ্বালানি অবশিষ্ট আছে শ্রীলঙ্কায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৯:০৬ পিএম
আর মাত্র একদিনের জ্বালানি অবশিষ্ট আছে শ্রীলঙ্কায়

এক দিনেরও কম সময়ের মধ্যে ফুরিয়ে যেতে পারে শ্রীলঙ্কার সব জ্বালানি তেল। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা এমন আশঙ্কা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, গভীর অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে ইতিমধ্যেই গণপরিবহন বন্ধ হয়ে গেছে। রাজধানীতে পেট্রোল ও ডিজেল পেতে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন দেখা গেছে। যদিও বেশিরভাগ পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরে কোন তেল নেই।

রোববার মন্ত্রী বলেন দেশে পেট্রোল মজুদ আছে আর মাত্র ৪ হাজার টন। যা দেশটির একদিনের চাহিদার চেয়ে কম। কলম্বোতে সাংবাদিকদের উইজেসেকেরা বলেন, “জুলাইয়ের ২২ থেকে ২৩ তারিখের মধ্যে পেট্রোলের পরবর্তী চালান আসবে বলে আশা করা হচ্ছে। আমরা বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ২২ তারিখের আগে কেউ সরবরাহ নিশ্চিত করতে পারছে না।”

গত সপ্তাহে বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কা জরুরি অবস্থার জন্য পেট্রোল ও ডিজেল বাঁচাতে প্রয়োজনীয় পরিষেবা ছাড়া জ্বালানি বিক্রয় বন্ধ করার ঘোষণা দেয়। রবিবার বেশিরভাগ দোকান বন্ধ ছিল। সাপ্তাহিক ছুটির পর সোমবার ব্যাঙ্ক ও অফিসগুলো খুলে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!