• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১০:৫৬ এএম
নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-বাইডেন
জো বাইডেন ও নরেন্দ্র মোদি । সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক ‘গভীর ও বৈচিত্র্যপূর্ণ’ করার অঙ্গীকার করেছেন। এসময় ভারতের ৩১টি ড্রোন ক্রয় এবং দুই দেশের যৌথভাবে জেট ইঞ্জিন তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুই নেতার প্রায় ৫০ মিনিটের বেশি সময় ধরে আলোচনা চলে। তারা ভারতের জি-২০ সভাপতিত্ব করা, পারমাণবিক শক্তিতে সহযোগিতা, ৬জি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি শুক্রবার সন্ধ্যার দিকে দিল্লিতে পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে গান ও একটি মিউজিক্যাল শো দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমেরিকান প্রতিরক্ষা জায়ান্ট জেনারেল অ্যাটমিক্স থেকে ৩১টি এমকিউ-৯বি ড্রোন কেনার জন্য ভারতের অনুরোধকে স্বাগত জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মোদি ও বাইডেন জি-২০-এর প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে শীর্ষ সম্মেলনের ফল তাদের যৌথ লক্ষ্যগুলিকে এগিয়ে নিয়ে যাবে।

বৈঠকে দুই নেতা একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক ইন্দো-প্যাসিফিককে সমর্থন করে, এ ক্ষেত্রে কোয়াডের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের পর জো বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “আজ ও পুরো জি-২০ সম্মেলনে আমরা নিশ্চিত করব যে যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব ইতিহাসের অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরো গতিশীল।

Link copied!