ফিলিস্তিনির গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার (১৪ অক্টোবর) রাতে দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
এরই মধ্যে গাজা সীমান্তে ইসরায়েল শতাধিক ট্যাংক মোতায়েন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। অব্যাহত বোমা বর্ষণের মধ্যেই গাজা সীমান্তে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল।
এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়। এই এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ।
এর পরিপ্রেক্ষিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনিরা ইসরায়েলের এ নির্দেশ মানবে না।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
হামাসের হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হামলায় ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।