• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হামাস যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা ইরানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১০:৩৬ এএম
হামাস যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা ইরানের

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এত বড় হামলা চালানোর জন্য ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির এক উপদেষ্টা।

যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানাই। ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের সংসদ সদস্যরা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘ফিলিস্তিন বিজয়ী, ইসরায়েল ধ্বংস’ স্লোগান দিচ্ছেন।

ফিলিস্তিনি গ্রুপ হামাস গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ভূমি দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শহরে প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষে এ পর্যন্ত ২৫০ ইসরায়েলি ও ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!