• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৬:৩৫ পিএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬

৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় এখন পযয়ন্ত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত শতাধিক। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে।

এর আগে ৪৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল। মূলত ভবন ধসের কারণেই এত সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। আটকা পড়ে আছেন আরও অনেকে।

এনডিটিভি জানায়, দেশটির মূল দ্বীপ জাভায় সোমবার(২১ নভেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সেখান থেকে প্রায় প্রায় ১০০ কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি ও দোকান-পাট। ভবন ধসে পড়াতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এক মিনিটের ভূকম্পে এই বিপর্যয় ঘটেছে ইন্দোনেশিয়ায়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।

উদ্ধারকাজে নিয়োজিত এক কর্মকর্তা বলেন, “জাকার্তায় এমন ভূমিকম্প দেখে আমরা অভ্যস্ত। তবে এবার সবাই খুব নার্ভাস হয়ে গেছে। আমরাও আতঙ্কিত হয়ে পড়েছি।”

প্রশান্ত মহাসাগরের টেটোনিক প্লেটের ‘আগুনের বলয়ের’ ওপর ইন্দোনেশিয়ার অবস্থান। ফলে ভূমিকম্প সেখানে নিয়মিত ঘটনা।

Link copied!