• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চলে গেলেন চীনের সাবেক রাষ্ট্রপতি জিয়াং জেমিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৩:১৭ পিএম
চলে গেলেন চীনের সাবেক রাষ্ট্রপতি জিয়াং জেমিন

প্রায় এক দশক ক্ষমতায় থাকা চীনের সাবেক রাষ্ট্রপতি জিয়াং জেমিন ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

জিয়াং জেমিন ১৯৯৩-২০০৩ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে চীনের ক্ষমতায় ছিলেন। চীনের ইতিহাসে তিনি সবসবময় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখিত হবেন। তার সময়ে চীন অভূতপূর্ব উন্নতি লাভ করে।

তিনি ক্ষমতায় থাকাকালীন ১৯৯৭ সালে ব্রিটেন থেকে হংকং ফিরে পায় চীন। শান্তিপূর্ণভাবেই সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে ১৯৯৯ সালে ফালুন গং ধর্মীয় সম্প্রদায়ের ওপর তার নির্যাতনের কারণে তিনি বরাবরই সমালোচিত।

১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভকারীদের নিষ্ঠুর দমনপীড়নের কারণে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যায় চীন। ফলে কমিউনিস্ট পার্টির কট্টরপন্থী ও সংস্কারপন্থীদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। চীনের এমন অস্থিতিশীল সময়ে দক্ষ আমলা জিয়াং জেমিনকে চীনের নেতা হিসেবে নির্ধারণ করা হয়।

Link copied!