• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ, নিহত ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:১০ এএম
ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

আদালত এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দুটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর সব বিচারপতি ও কর্মচারীরা নিরাপদে ভবন ছেড়ে বের হয়ে যান। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা নিশ্চিত করেছে, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।

ব্রাজিলের ফেডারেল জেলার লেফটেন্যান্ট গভর্নর সেলিনা লিও ঝুঁকি এড়াতে আজ বৃহস্পতিবার কংগ্রেস বন্ধ রাখার সুপারিশ করেছেন। তিনি জানান, পুলিশের ধারণা নিহত ব্যক্তিই বিস্ফোরণটি ঘটিয়েছেন।

সেলিনা লিও বলেন, “আমরা এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করছি। কারণ একজনই নিহত হয়েছেন, তবে তদন্তে দেখা যাবে আসলেই এমনটি হয়েছিল কি না।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!