• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

সৌদিতে বাস উল্টে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৮:১২ পিএম
সৌদিতে বাস উল্টে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনে যাওয়ার সময় বাস উল্টে ২২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি রয়েছেন।

মঙ্গলবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন, তার মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। দুর্ঘটনায় নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে তথ্য অনুসন্ধান চলমান।

এর আগে সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ‘গাড়ির সমস্যা’ হওয়া এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে অ্যারাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

Link copied!