• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
গাজায় পাল্টা হামলা

হামাসের হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৪:২৬ পিএম
হামাসের হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত
ছবি: সংগৃহীত

গত কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে অন্তত ৫ হাজার রকেট হামলা করে হামাসের সশস্ত্র গ্রুপ। আকস্মিক এই হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। হামাসের হামলার পর ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকার অন্তত দুটি স্থানে হামলা চালিয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির আরেক সংবাদ মাধ্যম হারেৎজ ইমার্জেন্সি সার্ভিসের রিপোর্টের বরাত দিয়ে জানায় হামাসের হামলায় অন্তত ২০ ইসরায়েলি নিহত হয়েছেন।

আবার ইসরায়েলের সরকারি টিভি চ্যানেল ‘কান’ জানিয়েছে এ হামলায় অন্তত দুইজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ হামলায় আহত হয়েছেন প্রায় ২০০ ইসরায়েলি।

এদিকে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ‘গুরুতর ভুল করেছে’। এ আক্রমণে হামাসের বিপুলসংখ্যক বন্দুকধারী যোদ্ধা গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছেন।

ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে লড়াই চলছে।

যুদ্ধ শুরুর পর গাজায় মানুষজন কয়েকদিন চলার মতো জিনিসপত্র কেনার জন্য সেখানকার দোকানগুলোতে ভিড় জমিয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন।

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ জানিয়েছেন, ইসরায়েলের উদ্দেশ্যে ৫ হাজার রকেট ছোঁড়া হয়েছে। এর পাশাপাশি তিনি সব ফিলিস্তিনিকে লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে ১০ দিনের যুদ্ধের পর ইসরায়েলে এটিই হামাসের সবচেয়ে বড় হামলা বা যুদ্ধ। 

সূত্র- আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।

Link copied!