• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৯:১২ এএম
ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

ভারতের ঝাড়খন্ড রাজ্যের ধনবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভি জানায়, যে বহুতলে আগুন লেগেছে, তার নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’। এখনও বহুতলে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কত জন আটকে রয়েছেন, জানা যায়নি। কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃতদেহ ধানবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে। বুধবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে।

Link copied!