• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় অ্যানি এখন্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৫:২০ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় অ্যানি এখন্যু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বড় ধরনের প্রতিবাদ দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (১৬ অক্টোবর) কয়েক হাজার মানুষ নগরীটির রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সের তেল শোধনাগারগুলোর কর্মীরা কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করছে। এমন পরিস্থিতিতে এবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ফ্রান্সের কট্টর বামপন্থী দল লা ফঁস আসুমিজেঁর নেতা জ্য লুক মিলশঁ এবং চলতি বছর সাহিত্যে নোবেলজয়ী লেখক অ্যানি এখন্যু পাশাপাশি মিছিল করে এগিয়ে যান। মঙ্গলবার সাধারণ ধর্মঘট ডেকেছেন মিলশঁ।

রয়টার্স জানিয়েছে, মিলশঁ চারটি শ্রমিক ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। ওই ইউনিয়নগুলোও মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ধর্মঘট ও প্রতিবাদের ডাক দিয়েছে। তবে ফ্রান্সের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন মধ্যপন্থী সিএফডিটি তাদের সঙ্গে যোগ দেয়নি।

ফ্রান্সের বাজেটমন্ত্রী গ্যাবরিয়েল আত্তাল বলেছেন, “বামপন্থী জোট চলমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।”

Link copied!