• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

আফগানিস্তানের স্কুলে বোমা হামলা, নিহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৭:৩৫ পিএম
আফগানিস্তানের স্কুলে বোমা হামলা, নিহত ১৭

উত্তর আফগানিস্তানের এক ধর্মীয় স্কুলে দুর্বৃত্তদের বোমা হামলায় মারা গেছেন অন্তত ১৭ জন। আহত হয়েছেন আরও ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসি জানায়, সামানগান প্রদেশের আয়বেক এলাকায় বুধবার (৩০ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ। রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অঞ্চলটির অবস্থান।

ক্ষমতাসীন তালেবান জানিয়েছে, এ ঘটনার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। নামাজ পড়ে বের হওয়ার সময় বোমা বিস্ফোরিত হয়। স্থানীয় হাসপাতালের ডাক্তার জানান, নিহতদের বেশির ভাগই স্কুলের ছাত্র।

ডাক্তার বলেন, “সবাই সাধারণ মানুষ আর ছাত্র।”

দেশটির তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্তে নেমেছে। অপরাধীদের শনাক্ত করে কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে আফগানিস্তানে। যার কয়েকটির দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।

Link copied!