ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (১২ আগস্ট) রাজস্থানের দিদওয়ানা-কুচামান জেলায় এ দুর্ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকা জানায়, এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই পরিবারটি সীকর জেলা থেকে নাগাউরে যাচ্ছিলো। পথে খুনখুনা থানা এলাকায় বানথাড়ি গ্রামের কাছে তাদের বহনকারী মিনি ভ্যানের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই পরিবারের সাত জন। গাড়ির বাকি দুই আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। দুর্ঘটনার প্রচণ্ড শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তারা গাড়ির ভেতরের আরোহীদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ এসে গাড়ির দরজা কেটে আরোহীদের উদ্ধার করে।