• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

নেপালে ভূমিকম্পে ৬ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৮:৪৪ এএম
নেপালে ভূমিকম্পে ৬ জন নিহত

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬।

বুধবার (৯ নভেম্বর) সকালে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে।

নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে। 

ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তর প্রদেশের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

Link copied!