• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০১:০৯ পিএম
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কের পশ্চিমে অবস্থিত দুজসে অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় অঞ্চলটিতে ৪৬ জন আহত হয়েছেন। আতঙ্কে ঘরের ব্যালকনি দিয়ে লাফিয়ে পড়েছেন অনেকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সলোর বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। ঘটনার ২০ মিনিট পরেই আরেকটি ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ঘটনার পর শীতের রাতে বাড়ির বাইরে চলে আসেন বাসিন্দারা। আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করেন তারা। সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ভূমিকম্পের ভিডিও।

এর আগে ১৯৯৯ সালে দুজসে অঞ্চলটিতে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত ৮৪৫ জন নিহত হন। আর এর কয়েক মাস আগে তুরস্কের ইজমিত শহরে এক ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হন।

১৯৯৯ সালের ভূমিকম্পের পর অঞ্চলগুলোর প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি পুনর্নির্মাণ করা হয়।

এ সপ্তাহে বেশ কয়েকটি স্থানে হালকা থেকে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ২১ নভেম্বরের ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মারা গেছেন ২৬৮ জন, আহত হয়েছেন ৭ শতাধিক। এরপর ২২ নভেম্বর দেশটির পাশের সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই দিনে মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Link copied!