দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে এবং পৃথক এক ঘটনায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবদেন এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের অভিযানটি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেনিন শরণার্থী শিবিরে সংঘটিত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
গাজায় নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম ইউসেফ সালেম রাদওয়ান (২৫)। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনিসের পূর্বে ইসরায়েলি বাহিনী তাকে গুলি করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হত্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা বলেছে, ‘দাঙ্গাকারীরা’ গাজা ও ইসরায়েলের মাঝের বেড়ার পাশে জড়ো হয়েছিল এবং ‘দাঙ্গাকারীরা বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করেছিল’। সামরিক বাহিনী ড্রোন হামলা চালানোর পাশাপাশি জেনিনে নিহতের বিষয়ে কিছু তথ্য দিয়েছে।
গত রোববার (১৭ সেপ্টেম্বর) ইসরায়েল এক ঘোষণায় জানায়, সীমান্তে বিক্ষোভ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করে তারা বেইত হ্যানউন (ইসরায়েল যাকে ইরেজ বলে) ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ার ফলে গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি, যারা ইসরায়েলে কাজ করার অনুমতি পেয়েছে তারা কাজে যোগ দিতে পারছিল না। এতে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।