ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।
শুক্রবার (১৪ অক্টোবর) ফোনে কথা বলার সময় ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন যুবরাজ। শান্তি আনয়নে সৌদি আরবের প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং যুদ্ধ শেষ করার ক্ষেত্রে সব ধরনের উদ্যোগে সমর্থন জানানোর কথা বলেন তিনি।
সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেইনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়ে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে, এতেও আপত্তি তুলে সৌদি আরব।
এসবের প্রতিক্রিয়ায় সৌদি আরব মস্কোর ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান বাইডেন। হোয়াইট হাউজ জানা, ওপেক প্লাসের সিদ্ধান্তের প্রভাব পড়বে মার্কিন-সৌদি সম্পর্কে।
এমন এক পরিস্থিতিতেই জেলেনস্কিকে ফোন করলেন সৌদি যুবরাজ এবং ইউক্রেনকে বড় অঙ্কের মানবিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিল তার দেশ সৌদি আরব।


































