• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইউক্রেনে স্টারলিংকের ব্যয় বহনে অপারগতা জানিয়েছেন মাস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৩:৪৬ পিএম
ইউক্রেনে স্টারলিংকের ব্যয় বহনে  অপারগতা জানিয়েছেন মাস্ক

ইলন মাস্কের রকেট ফার্ম স্পেসেক্স আর বেশিদিন ইউক্রেনে স্টারলিংক সেবার ব্যয় বহন করতে পারবে না। স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে স্টারলিংক। ইউক্রেনে ইন্টারনেট সেবা অব্যহত রাখতে সেখানে চালু করা হয়েছে স্পেসেক্সের স্টারলিংক।

মাস্ক জানিয়েছেন, ইউক্রেনে ইন্টারনেট সেবা চালু রাখতে বর্তমানে প্রতিমাসে ২ কোটি ডলার খরচ করছে স্পেসেক্স। যুদ্ধ শরুর পর থেকে ইউক্রেনে ইন্টারনেট সেবা অব্যহত রাখতে ৮ কোটি ডলার খরচ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনির্দিষ্টকাল এভাবে খরচ করে যেতে পারবে না তার প্রতিষ্ঠান।

তিনি বলেন, “যা খরচ করা হয়েছে তা ফেরত চাচ্ছে না স্পেসেক্স। তবে যে সিস্টেমটি দাঁড় করানো হয়েছে, তার খরচ তো অনির্দিষ্টকাল ধরে দিয়ে যেতে পারবেনা প্রতিষ্ঠানটি।”

মাস্ক জানান, ইউক্রেনে ইন্টারনেট সেবা অব্যহত রাখতে তাদের টার্মিনাল বানাতে হয়, স্যাটেলাইট তৈরি করে সেগুলো উৎক্ষেপণ করতে হয়, সিস্টেম ও গ্রাউন্ড স্টেশনের দেখভাল করতে হয়। তাছাড়া সিস্টেমে সাইবার হামলা ও জ্যাম প্রতিরোধও তাদেরকেই করতে হয়। এই সবকিছুর খরচ অনেক। তাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে এর ব্যয় বহন করার আহ্বান জানান তিনি।

ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষের জন্য স্টারলিংক এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিচালনা, শত্রুর অবস্থান শনাক্ত করা ও আক্রমণের পূর্বাভাস পাওয়াসহ সেনা ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ রক্ষার্থে স্টারলিংক ব্যাপক ভূমিকা রাখছে ইউক্রেনে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!