তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ১১:০৫ এএম
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮

তুরস্কের উত্তরাংশে অবস্থিত বার্টিন অঙ্গরাজ্যের এক কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২৮ জন। মাটির নিচে আটকা পড়ে আছেন আরও অর্ধশতাধিক খনি শ্রমিক।

বিবিসি জানায়, শুক্রবার (১৪ অক্টোবর) বিস্ফোরণ ঘটা ওই খনিতে ছিলেন ১১০ জন। তাদের অর্ধেকই ছিলেন মাটির প্রায় ১ হাজার ফুট নিচে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা জানান, এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্বজনদের নিয়ে যেতে ভিড় করেছন পরিবার সদস্যরা।

খনির প্রায় ১ হাজার ফুট নিচে অবস্থিত খনির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটিতে কাজ করছিলেন অন্তত ৪৯ জন। সেখানেই ঘটে বিস্ফোরণটি। অভ্যন্তরীন মন্ত্রী সুলেইমান সয়লু বলেন, “এই মানুষগুলোকেই আমরা বের করে আনতে পারিনি।”

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনা সম্পর্কে জানতে তদন্ত চলছে। তবে তুরস্কের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ধারণা করা হচ্ছে কয়লা খনির মিথেনের কারণে এমনটি হয়েছে।

এর আগে ২০১৪ সালে এক কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিলেন ৩০১ জন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!