ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় পদদলিত হয়ে নিহত হয়েছে ১৭৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর আগে ১২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এর মধ্যে আছে পাঁচ বছরের এক শিশুও।
শনিবার (১ অক্টোবর) রাতে দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হয়।
ইন্দোনেশিয়ার পুলিশ কানজুরুহান স্টেডিয়ামের এই ঘটনাটিকে দাঙ্গা হিসেবে উল্লেখ করেছে।
এদিকে এক টেলিভিশনে সাক্ষাৎকারে পূর্ব জাভার ভাইস গভর্নর এমিল ডারডাক জানিয়েছেন, এই ঘটনায় ১৭৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০০ জনেরও বেশি। তিনি বলেন, আহতরা ১১ টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে ১১ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।
স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ৪২ হাজার এবং খেলার আগে বিক্রি হয়ে যায় সব টিকিট। পুলিশ জানায় প্রায় ৩ হাজার দর্শক মাঠে ঝাঁপিয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরে অবস্থানরত গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এর মধ্যে পুলিশের গাড়ি ছিল পাঁচটি।
এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী জাইনুদিন আমালি বলেন, দুঃখজনক এ ঘটনা এমন সময় ঘটল, যখন ফুটবলের ভক্ত–অনুরাগীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।


































