ভারতে বজ্রবৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:২৭ পিএম
ভারতে বজ্রবৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু

বিরূপ আবহাওয়ায় গত ২৪ ঘণ্টায় উত্তর ভারতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বজ্রপাতেই মারা গেছেন ১৩ জন।

ভারতের ত্রাণ কমিশনার রণভীর প্রসাদ আল-জাজিরাকে বলেন, উত্তর প্রদেশে রাজ্যজুড়ে অবিরাম বৃষ্টিতে বাড়িঘর ধসে পড়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা বলেন, রাজ্যে গত পাঁচ দিনে বজ্রপাতে ৩৯ জন লোক মারা গেছে। বজ্রঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণকে নানাভাবে সতর্ক করেছে রাজ্য সরকার, তবে তাতেও প্রাণহানি কমানো যাচ্ছে না।

বর্ষায় ভারতে বজ্রপাত সাধারণ ঘটনা। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকে।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বন উজাড়, জলাশয় কমে যাওয়া ও দূষণ সবই জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। ফলে বজ্রপাত প্রতিনিয়ত বাড়ছে।

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের মহাপরিচালক সুনিতা নারাইন জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতার ফলেও বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বজ্রপাতের হার ১২ গুণ বৃদ্ধি করে। আর গত এক বছরে ভারতজুড়ে বজ্রপাতের ঘটনা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে মৃত্যুও বেড়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে প্রতিবছর ভারতে প্রায় আড়াই হাজার মানুষ বজ্রপাতে মারা যায়। গত বছর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বজ্রপাতের পর ১৮টি বন্য হাতির একটি পালকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!