কংগ্রেস সভাপতি পদের লড়াইয়ে শশী থারুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৪৯ পিএম
কংগ্রেস সভাপতি পদের লড়াইয়ে শশী থারুর

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। এনডিটিভি জানায়, শনিবার দুপুরে শশী থারুর কংগ্রেস সভাপতি পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এবারই প্রথম কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেরালার জনপ্রিয় এই সংসদ সদস্য। গত সপ্তাহের শুরুতে বর্তমান সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে এক বৈঠকের পরই তিনি নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

দলের নেতা দীপেন্দর হুডা, জয় প্রকাশ আগরওয়াল ও বিজেন্দ্র সিং-কে সঙ্গে নিয়ে শশী সোনিয়া গান্ধির বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। সোনিয়া তার প্রার্থিতা অনুমোদন করে বলেন, শশী দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারবেন।

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি জানান, “যে কেউ কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ছাড়াও আরও অনেক প্রভাবশালী নেতা কংগ্রেসের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!