চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিক্ষোভে বন্ধ বিশ্ববিদ্যালয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৩:০২ পিএম
আপত্তিকর ভিডিও ভাইরাল, বিক্ষোভে বন্ধ বিশ্ববিদ্যালয়

ছাত্রীদের গোসলের ভিডিও ভাইরাল ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করায় বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়।

বিবিসি জানায়, রোববার (১৮ সেপ্টেম্বর) থেকেই পাঞ্জাবে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভে নামে হাজারো শিক্ষার্থী। এরই জেরে ক্যাম্পাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছাত্রী হোস্টেলের ৬০ জন ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করেন ওই হোস্টেলেরই অন্য আরেক ছাত্রী। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন তিনি এবং তার বন্ধু। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় ক্যাম্পাসে। লজ্জায় আত্মহত্যাচেষ্টা করেন ৮ জন ছাত্রী।

মধ্যরাত থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ক্যাম্পাস। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত করা হয়।

পুলিশ সেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের মোবাইল ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!