পৃথিবীর শীর্ষ ধনীর তালিকায় প্রথম দিকের জায়গাগুলো বরাবরই থাকে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট এই মানুষগুলোর দখলে। ফোর্বস সাময়িকীর এই তালিকায় তারাই একজন অন্যজনকে টেক্কা দেন।
তবে এবার এই মহীরুদের ভিড় ঠেলে তিন নম্বর অবস্থানে উঠে এসেছেন ভারতের ব্যবসায়ী গৌতম আদানি। তিনি এখন পৃথিবীর তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি। তার থেকে এগিয়ে আছেন কেবল ইলন মাস্ক ও বার্নার্ড আরনল্ট। তবে সম্পদের মূল্য কমতে থাকায় বার্নার্ড চলে যেতে পারেন আরেকটু নিচে। দ্বিতীয় স্থানে জায়গা করে দিতে পারেন আদানিকে।

তবে তালিকার প্রথমে থাকা ইলন মাস্ক ও তৃতীয় অবস্থানে থাকা আদানির সম্পদের পার্থক্য প্রায় ১২০ বিলিয়ন ডলার। তাই খুব তাড়াতাড়ি ইলনকে টেক্কা দিতে না পারলেও দ্বিতীয় অবস্থানে নিজের জায়গা দৃঢ় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। জেফ বেজোস এখন আছেন চার নম্বরে এবং বিল গেটস আছেন পাঁচ নম্বরে। তালিকার আট নম্বরে আছেন আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।
বছর কয়েক আগেও গৌতম আদানির নাম ভারতের বাইরে অনেকেই জানতেন না। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ধাপে ধাপে নিজের লক্ষ্যে এগিয়ে গেছেন। আজ আবার সাফল্যের স্বাদ পেলেন ভারতীয় এই ধনকুবের।








































