মাস্কের কাছে টুইটার বিক্রিতে অংশীদারদের অনুমোদন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:৫৮ পিএম
মাস্কের কাছে টুইটার বিক্রিতে অংশীদারদের অনুমোদন

ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার বিক্রিতে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির অংশীদাররা। বিবিসি জানায়, ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এক ভোটে অংশীদাররা এই মত দেন।

ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ইলন মাস্ককে টুইটার কিনতে আদালতে বাধ্য করতে পারবে প্রতিষ্ঠানটি।

গত এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি টুইটার—এমন কথা বলে গত ৮ জুলাই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর টেসলা সিইও ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার।

বর্তমানে টুইটারের মূল্যমান ৩ হাজার ২০০ কোটি ডলার, যা ইলন মাস্কের প্রস্তাবের (৪ হাজার ৪০০ কোটি ডলার) চেয়ে ১ হাজার ২০০ কোটি ডলার কম।  

আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক মুখোমুখি হবেন। ওই শুনানি চলাকালে বিচারপতি সিদ্ধান্ত নেবেন, ইলন মাস্ককে টুইটার কিনতে হবে কি না।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!