• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পদ্মার ইলিশ উপহার পেয়ে উচ্ছ্বসিত ভারতবাসী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৫:২৫ পিএম
পদ্মার ইলিশ উপহার পেয়ে উচ্ছ্বসিত ভারতবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে সাড়ে আট মেট্রিক টন পদ্মার ইলিশ উপহার পেয়েছে ভারত। সফরের আগে থেকেই শুরু হয়েছে ইলিশ রপ্তানি।

সোমবার শেখ হাসিনার ভারত সফর শুরুর পরদিনই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি শুরু হয়েছে পদ্মার ইলিশ। ইলিশের আকার, স্বাদ আর দাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে জানা গেছে এ তথ্য।

পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে দাম মধ্যবিত্তের নাগালেই রয়েছে বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা। পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ রুপি কেজি দরে। অনেক ক্রেতাকেই জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতে দেখা গেছে।

২০১২ সালে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে তিন বছর ধরে দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির সুযোগ দিচ্ছে বাংলাদেশ।

চলতি বছরে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। দুর্গাপূজার আগে প্রতিবেশীর ইলিশ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয়রা।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!