‘বন্ধুত্বের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:০৩ এএম
‘বন্ধুত্বের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব’

বন্ধুত্বের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি আশা করি, ভালো একটা আলোচনা হবে। অর্থনৈতিক উন্নয়ন ও আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণই আমাদের মূল লক্ষ্য। বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা যেকোনো সমস্যার সমাধান করতে পারব। তাই আমরা এ বন্ধুত্ব বজায় রাখি।’

প্রধানমন্ত্রী বলেন, “‘আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের, বিশেষ করে আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি।”

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানান নরেন্দ্র মোদি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার সদস্যদের শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সোমবার নয়াদিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহও পরিদর্শন করেন শেখ হাসিনা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!