৩ সপ্তাহের সমুদ্র ভ্রমণ শেষে জাহাজে চড়ে ভারত থেকে স্কটল্যান্ডে পৌঁছেছে একটি কাঠবিড়ালি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্কটল্যান্ডের পশু হাসপাতাল নর্থ ইস্ট ওয়াইল্ডলাইফ অ্যান্ড অ্যানিমাল রেসকিউ সেন্টারের (দ্য নিউ আর্ক) কর্মীরা এটিকে উদ্ধার করেছে।
উদ্ধারকারীরা কাঠবিড়ালিটির নাম রেখেছেন ‘জিপ্পি’। ছটফটে স্বভাব, দুরন্তপনা আর দ্রুতগতির কারণেই তার এই নামকরণ।
সম্প্রতি দ্য নিউ আর্ক তাদের ফেসবুকে কাঠবিড়ালিটির একটি ছবি শেয়ার করেছে। কর্মকর্তারা জানান, ২৯ আগস্ট অ্যাবারডিনের দুই স্থানীয় লোকের কাছ থেকে একটি কল পেয়েছিলেন তারা।
যোগাযোগকারীরা জানান, ভারত থেকে তাদের জাহাজে একটি কাঠবিড়ালিটি চলে এসেছে। ফোন পাওয়ার এক ঘণ্টা পর নিউ আর্কের সদস্যরা গিয়ে কাঠবিড়ালিটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
ভারতে কাঠবিড়ালির ৪০টিরও বেশি প্রজাতি রয়েছে। পশু হাসপাতালের কর্মীরা ধারণা করছেন এটি ভারতীয় পাম প্রজাতির কাঠবিড়ালি। এরা ডোরাকাটা কাঠবিড়ালি নামেও পরিচিত। সচরাচর ভারতীয় উপমহাদেশের বাগানে এদের বেশি দেখা যায়।
জাহাজে করে তিন সপ্তাহ সমুদ্র পাড়ি দিলেও জিপ্পি এখনও পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা। তারা এর জন্য একটি নতুন ঠিকানা খুঁজতে চেষ্টা করেছেন।








































