পাকিস্তানজুড়ে ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় ১১৯ জন মারা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
এর মাধ্যমে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৩ জনে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। প্রবল বৃষ্টির কারণে নদীগুলোর পানির উচ্চতা বেড়ে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে। আকস্মিক বন্যার কারণে বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ।
দেশের দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেসে যাওয়ায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
দেশজুড়ে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে দেশটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্যরা দুর্যোগকালীন সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। তবে মানবিক সংকট এড়াতে আরও বড় অংকের তহবিল প্রয়োজন বলে জানিয়েছে বিবিসি।


































