• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৯:৪১ এএম
ইন্দোনেশিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার দ্বীপ বালির দক্ষিণে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক সংস্থা (ইএমসিএইচ) এই তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। এ সময় দ্বীপের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দুর্যোগপূর্ণ অঞ্চল ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ইন্দোনেশিয়া। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাত দেখা যায়। জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।

তবে সোমবারের ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের প্রভাবে সুনামিরও আশঙ্কা নেই।

এ ছাড়া সোমবার ভোররাতে ভারতের রাজস্থানের উত্তর-পশ্চিমে বিকানের এলাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে সোমবার বেলা ২টা ১ মিনিটে এ ভূমিকম্প হয়। যার গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!