• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০২:৫৭ পিএম
সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১২

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির মাধ্যমে হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে জঙ্গিরা। তাদের নির্মূল করলে এখনও লড়াই করছে পুলিশ।

শনিবার গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে রয়টার্স এই খবর জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হায়াত হোটেলের সামনে দুটি গাড়ি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর ভেতরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায় তারা।

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জঙ্গিদের বিরুদ্ধে এখনও অভিযান চলছে।”

শুক্রবার রাতে বিস্ফোরণের পর হোটেলের উপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শনিবার সকাল পর্যন্ত রাজধানীজুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি বাহিনী জঙ্গিদের হাত থেকে হোটেলের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করছে। দুপক্ষের সংঘর্ষে হোটেলের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

গত মে মাসে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর এটি সোমালিয়ায় সবচেয়ে বড় হামলা। আল-কায়েদার অনুসারী দল আল শাবাব এর দায় স্বীকার করেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!