উত্তর সিরিয়ায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি শহরে বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ও প্যারামেডিক চিকিৎসকদের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
তুরস্কের বিমান হামলায় অন্তত ১১ সিরীয় সেনা ও কুর্দি যোদ্ধা নিহত হওয়ার কয়েক দিন পর আল-বাব শহরে এই হামলা চালানো হলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবারের হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনীকে দায়ী করেছে। তাদের অভিযোগ, তুর্কি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।
সংস্থাটি জানায়, নিহত ১৫ জনের মধ্যে ৩ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জনের বেশি মানুষ।
উত্তর সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী সিরিয়ান সিভিল ডিফেন্স তথা হোয়াইট হেলমেট মৃতের সংখ্যা একই ছিল বললেও ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
সংস্থার প্রধান রামি আবদুররহমান বলেছেন, “গৃহযুদ্ধ বন্ধ হওয়ার পর থেকে এটি সরকারি বাহিনীর সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা।”
২০২০ সালের মার্চ মাসে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়ার সরকার যুদ্ধবিরতির ঘোষণা করে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এক বিবৃতিতে দাবি করে তাদের যোদ্ধারা এই হামলা করেনি করেনি। সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।






































