নামীদামী অনেক ব্র্যান্ডের পণ্যের জন্য যেমন সুনাম রয়েছে চীনের, তেমনি দেশটিতে তৈরি বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের হুবহু নকল পণ্যের দুর্নামও রয়েছে। অনেকেই মনে করেন চীনারা যেকোন কিছুরই অবিকল প্রতিলিপি তৈরি করার ক্ষমতা রাখে।
আইফোন থেকে শুরু করে বিভিন্ন দামী পণ্যের ‘চায়নিজ কপির’ চাহিদাও রয়েছে বাজারে। তবে ইদানিং অনেক পণ্যের পাশাপাশি নকল মানুষও নাকি পাওয়া যাচ্ছে চীনে – এমনটাই দাবি করছেন নেটিজেনরা।
সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্কের মতো দেখতে এক চীনা ব্যক্তিকে দেখে এমন মন্তব্য করছেন অনেকেই। ওয়াই লং মা নামের টেসলার প্রধান নির্বাহীর মাস্কের এই ‘ডপেলগ্যাঙ্গার’ বা হুবহু চেহারার ব্যক্তি ঝড় তুলেছেন ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে এখন চায়নিজ ইলন মাস্ক নামেই সবাই চেনেন তাকে।
উদুব্রিয়া আইজ্যাক নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ভিডিওতে প্রথমবার দেখা যায় এই ব্যক্তিকে। ‘চীনা ইলন মাস্ক’ শিরোনামে ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় চীনা এই ইলন মাস্ক একটি টেসলা গাড়ি থেকে হাসতে হাসতে নেমে বলছেন, “হ্যালো সবাই, আমি ইলন মাস্ক বলছি।”
শেয়ার করার পর থেকে, ইনস্টাগ্রামে লাখ লাখ লাইক ও শেয়ার হয়েছে ভিডিওটি। ওয়াই লং মার সঙ্গে ইলন মাস্কের চেহারার মিল দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
ইলন মাস্ক নিজেও এই ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন টুইটারে। তিনি বলেন, “মনে হচ্ছে আমার পূর্বপুরুষদের কেউ চীনের বাসিন্দা ছিলেন।”


































