টয়লেটে নথিপত্র, কি লুকাচ্ছেন ট্রাম্প?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০১:১৪ পিএম
টয়লেটে নথিপত্র, কি লুকাচ্ছেন ট্রাম্প?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির মাঝেই সামনে এসেছে তার হোয়াইট হাউসে থাকাকালীন দুটি অপ্রকাশিত ছবি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ম্যাগি হ্যাবারম্যাননের অপ্রকাশিত নতুন বই ‘কনফিডেন্স ম্যান’-এ এসব ছবি যুক্ত করা রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখিত দুটি ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের টয়লেটে কিছু কাগজ ফ্লাশ করা হচ্ছে, যা আদতে কোনো নথিপত্র বা দাপ্তরিক কাগজ বলে মনে হচ্ছে।

এর আগেও সিএনএন দাবি করেছিল প্রেসিডেন্টের তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে ট্রাম্প প্রায়ই বিভিন্ন নথি, খসড়া এবং মেমো ছিঁড়ে ফেলতেন। নতুন ছবিতে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের বাসভবনের টয়লেটেও কাগজপত্র ফ্লাশ করতেন তিনি।

সে সময় কাগজ জমে টয়লেটের পাইপ জ্যাম হওয়ার পর হোয়াইট হাউসে মিস্ত্রি ডাকা হলে এসব ঘটনা প্রকাশ্যে আসে। ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার এক বিবৃতিতে তার মুখপাত্র দাবি করেন, সিএনএনের এসব প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষমতা ছাড়ার সময় ট্রাম্প হোয়াইট হাউস থেকে অনেক নথি মার-এ-লাগোতে নিয়ে গেছেন। ট্রাম্পের আইনজীবী ক্রিস্টিনা বব এনবিসি নিউজকে জানিয়েছেন, সোমবার অনুসন্ধানের সময় এফবিআই বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে। 

এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন স্পর্শকাতর কোনো নথি বা তথ্য লুকানোর জন্যই সেগুলো ছিঁড়ে টয়লেটে ফ্লাশ করেছিলেন ট্রাম্প।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!