• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তেলের ডিপোতে বজ্রপাত, কিউবায় হতাহত ১২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০১:৪২ পিএম
তেলের ডিপোতে বজ্রপাত, কিউবায় হতাহত ১২২

কিউবার পশ্চিমাঞ্চলীয় মাতানজাসে শহরে একটি তেলের ডিপোর কাছে বজ্রপাত থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আহত হয়েছেন ১২১ জন। আহতদের মধ্যে জ্বালানিমন্ত্রী লিভান অ্যারোন্তেও রয়েছেন।

কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া শনিবার গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে বজ্রপাতে একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। পরপর চারটি বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আগুন।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১ হাজার ৯০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও অন্যান্য বিশেষজ্ঞ দল এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ঘটনার পর তেল খাতের অভিজ্ঞ দেশগুলোর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে সাহায্য চেয়েছে কিউবার সরকার।

উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও জানান, আগুন নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। পরে মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলিকে সাহায্যের জন্য এগিয়ে আসে। দেশগুলোর প্রস্তাবে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!