• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পারমাণবিক যুদ্ধে না জড়াতে পুতিনের সতর্কবার্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০১:১০ পিএম
পারমাণবিক যুদ্ধে না জড়াতে পুতিনের সতর্কবার্তা

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে সব পক্ষকে যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, পারমাণবিক যুদ্ধ সবার জন্যই ক্ষতি ডেকে আনবে। তাই এ ধরনের যুদ্ধ কখনো শুরু করাই উচিত নয়।

পারমাণবিক অস্ত্র অপসারণ চুক্তি (এনপিটি) বিষয়ক সম্মেলনে এক চিঠিতে এসব কথা বলেন পুতিন। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তির অবস্থান নিয়ে এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন রুশ নেতা।

চিঠিতে তিনি আরও বলেন, “পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না এবং এটা কখনোই শুরু করা উচিত নয়। তবে আমরা এই সত্যকে এড়িয়ে যাচ্ছি। বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্যই কাজ করছি আমরা।”

তবে এনপিটি ফোরামে পুতিন ও অন্যান্য রুশ রাজনীতিবিদের তাদের আগের বক্তব্যের ঠিক বিপরীত বিবৃতি দিয়েছেন। এর আগে কয়েকবার চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের দেশগুলোকে পারমাণবিক হামলার ইঙ্গিত দিয়েছে রাশিয়া।

রয়টার্স জানায়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর আগে এক বক্তৃতায় পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারের কথা উল্লেখ করে বিদেশি শক্তিকে সতর্ক করেন। সে সময় তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করলে “এমন পরিণতির দিকে নিয়ে হবে, যা ইতিহাসে কেউ কখনো দেখেনি।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!