• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

রাশিয়ায় পাওয়া গেছে ২৫০০ মৃত সীল মাছ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৮:২৩ পিএম
রাশিয়ায় পাওয়া গেছে ২৫০০ মৃত সীল মাছ

রাশিয়ার দক্ষিণাঞ্চলের কাস্পিয়ান সমুদ্র উপকূলে একসাথে প্রায় ২ হাজার ৫০০ মৃত সীল মাছ পাওয়া গেছে। সমুদ্রের সিংহ খ্যাত এই উভচর প্রাণীগুলোর এমন মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি করেছে গবেষকদের মধ্যে।

রাশিয়ার দাগেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সীল মাছগুলোর মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি। তবে প্রাকৃতিক কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৩ ডিসেম্বর স্থানীয় কর্মকর্তরা জানিয়েছিলেন সমুদ্র উপকূলে ৭০০ মৃত সীল মাছ পাওয়া গেছে। কিন্তু রাশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরে এই সংখ্যা বাড়িয়ে ২৫০০ করে।

দেশটির পরিবেশ রক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে মারা যায় সীল মাছগুলো। প্রাণীগুলোকে হত্যা করা বা জাল দিয়ে ধরার প্রমাণ পায়নি তারা।

পরীক্ষাগারে গবেষণা করে মাছগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে উপকূল থেকে নমুনা সংগ্রহ করেছে গবেষকরা। এর আগেও সীল মাছের এমন মৃত্যুর ঘটনায় প্রাকৃতিক কারণকে দায়ী করা হয়।

 

Link copied!