• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

কলেরায় ২১৪ জনের মৃত্যু আফ্রিকার মালাউইতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৪:১০ পিএম
কলেরায় ২১৪ জনের মৃত্যু আফ্রিকার মালাউইতে

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে বেড়েছে কলেরা প্রাদুর্ভাব। গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২১৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানায়, এটি এক দশকের মধ্যে এবারই মালাউইতে কলেরা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এবছর প্রায় সাড়ে সাত হাজার কলেরা রোগী শনাক্ত হয়েছে।

গত ১০ বছরের মধ্যে মালাউতে এটিকে কলেরার সবেচেয়ে বড় আঘাত বলেছে জাতিসংঘ। মঙ্গলবারেও (৮ নভেম্বর) সেখানে ১৭৪ জন কলেরা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক স্টর্ম কাবুলুজি জানান, কলেরার ঢেউ নতুন করে দেখা দিয়েছে মালাউইতে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এখন আক্রান্তের সংখ্য সেই তুলনায় অনেকটা কম।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘে শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল, কলেরায় ডায়রিয়া এবং বমি হয়ে থাকে। বড়দের তুলনায় শিশুদের এটি হওয়ার ঝুঁকি বেশি। দেশটির টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিতে ২৯ লাখ কলেরার ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

Link copied!