ছাত্রী হোস্টেলের ৬০ জন ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন হোস্টেলের অন্য আরেক ছাত্রী এবং তার বন্ধু।
ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় ক্যাম্পাসে। লজ্জায় আত্মহত্যাচেষ্টা করেন ৮ জন ছাত্রী।
আনন্দ বাজার পত্রিকা জানায়, সেই ছাত্রী গোপনে ভিডিও ধারণ করে সেটি পাঠিয়ে দেয় তার সিমলার এক বন্ধুর কাছে। এই বন্ধুটিই ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ঘটনায় ক্যাম্পাসে মধ্যরাতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত করা হয়। পুলিশ সেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত চলছে।


































