করোনা, মর্তের বর্ণনাচিত্রের মতো
অসংখ্য ফাটল তৈরি করে
অছোঁয়া আড়ালে ঘাতকের ভূমিকায়।
প্রতি মুহূর্তে দেখিয়ে চলছে জুজু ভয়,
ভূখণ্ডে ভূখণ্ডে উঠিয়েছে রণকাঁপ;
বাগে পাওয়া অঙ্গে বাজাচ্ছে বিকল ঘণ্টা
সকল বিহিত ব্যবস্থাকে
বাঁ-হাত দেখিয়ে দ্বিপ্রহরে।
তার সামনে নত পাহাড় জয়ের দুঃসাহসী পণ,
ক্ষুরধার যন্ত্রপাতি, আগ্নেয়াস্ত্র কিংবা পারমাণবিক শক্তি
ওর শক্তির কাছে নস্যি।
লাগাতার প্রচেষ্টার প্রকৃষ্ট প্রহর
ভেবাচেকা খাচ্ছে ঠিক যেন আলেয়ার ফাঁদে পড়ে।
তাহলে লোকের অর্জিত বিদ্যা কি হেরে যাবে অণু-জীবাণুর রণাঙ্গণে?
না, বরং তুলোধুনা করবে আধুনিক আবিষ্কার
মাঠ অধিকৃত, অবিনীত ক্ষমতাকে,
বাসিন্দাও ফিরবে সেই কাঙ্ক্ষিত জীবনে।