• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

পৃথিবীটা পাগলা গারদ


মো. আবুল হাসেম সাহরীয়ার স্বপন
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৫:২৫ পিএম
পৃথিবীটা পাগলা গারদ

এই পৃথিবী স্রষ্টার গড়া
যেন পাগলা গারদ,
নানান রঙের জ্ঞান পরিধি
কোটি কোটি আড়ৎ।

কেউ পাগল টাকা-পয়সা
কেউ বাড়ি-গাড়ি,
কেউ পাগল মাদক নেশায়
কেউ সুন্দর নারী।

দেখবে পাগল রাস্তাঘাটে
দেখবে বাজার-হাটে ,
কেউ পাগল খেলার মাঠে
কেউ গুণের হাটে।

কেউ পাগল ক্ষমতা শক্তির
করেন অত্যাচার,
কেউ পাগল ন্যায়পরায়ণ
নাদের কোন ছাড়।

কেউ পাগল খানাপিনায়
কেউ পাগল ঘৃণায়,
কেউ পাগল প্রতিহিংসার
কেউ পাগল জিনায়।

কেউ পাগল আল্লাহ-নবীর
কেউ ভগবান,
কেহ পাগল হরেকৃষ্ণ
সুর দিয়ে গায় গান।

কেউ পাগল ঈশ্বর-স্রষ্টার
কেউ উপরওয়ালা,
কেউ পাগল সাজে নিজে
গলায় পরে মালা।

সৃষ্টির জগৎ সবাই পাগল
যত সৃষ্টি আছে,
সব পাগল যে শিকলে বাঁধা
চাবি স্রষ্টার কাছে।

Link copied!