ক্যানসার মরণব্যাধি রোগ। শরীরের কোনও কোষ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়া কিংবা অন্য কোনও অংশে ওপর ছড়িয়ে পড়া থেকেই ক্যানসারের শুরু। এটি ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয় এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। প্রাথমিক কিছু লক্ষণে ক্যানসারের উপসর্গ ধরা দেয়। যা খুবই সাধারণ বলে আমরা অবহেলা করে যাই। কিন্তু এসব লক্ষণে তখনই ডাক্তার দেখালে ক্যানসার রোগ নির্ণয় সহজ হয়। আর শুরুতেই এই রোগ ধরা পড়লে চিকিত্সায় সুস্থ হওয়াও সম্ভব।
সাধারণ মনে হলেও ভয়ঙ্কর রূপ নিতে পারে এসব লক্ষণগুলো। তাই প্রথমেই এসব লক্ষণে সাবধান হওয়া উচিত। যে ৭ লক্ষণে সাবধান হতে হবে_
- হঠাত্ ওজন কমে যাওয়া হতে পারে ক্যানসারের লক্ষণ। কারণ ছাড়াই যদি ওজন কমে যেতে দেখেন তবে বুঝতে হবে শরীরে কঠিন রোগ বাসা বাঁধছে। ডায়েট, এক্সারসাইজ, দুশ্চিন্তা ছাড়াই ওজন কমছে এর পেছনে রয়েছে মারাত্মক ক্যানসার।
- নিঃশ্বাসে কষ্ট হলে করোনা ভাইরাসের সংক্রমণ মনে হতে পারে। কিন্তু এই সমস্যা যদি দীর্ঘ সময়ের হয় তবেই ভয় বাড়ে। দীর্ঘদিনের কাশি, বুকে ব্যথা থাকলে ক্যানসারের ইঙ্গিত দেয়।
- কাশির পর কফের সঙ্গে বা প্রস্রাবে কিংবা মলে রক্তপাত দেখা দিলেও অবহেলা করা উচিত হবে না। কারণ এটি ক্যানসার বেড়ে যাওয়ার অন্যতম লক্ষণ।
- মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন হচ্ছে কিনা খেয়াল রাখুন। মলদ্বার দিয়ে রক্ত পড়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, পেটে কিংবা মলদ্বারে ব্যথা ক্যানসারের লক্ষণ। এই লক্ষণগুলোতে সতর্ক হতে হবে।
- পেট ফাঁপাও ক্যানসারের উপসর্গ। টানা তিন সপ্তাহ বা এর বেশি সময় ধরে যদি পেট ফাঁপা থেকে যায় তবে বুঝতে হবে শরীরে মরণব্যাধি রোগ রয়েছে।
- স্তনে ফোলাভাবও থাকলে বা তা আকার বাড়তে থাকা ক্যানসারের লক্ষণ। এমন উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে।
- শরীরে আঁচিল যদি বড় হতে থাকে, চুলকায় এবং রক্ত বের হওয়া শুরু হয় তবে বুঝতে হবে এটি মরণব্যাধির লক্ষণ। চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
সূত্র: ক্ল্যাভল্যান্ড ক্লিনিক