মাত্র কয়েক দিন পরেই শহর সেজে উঠবে বড়দিনের উৎসবের রঙে। ইতিমধ্যে বড়দিন উদ্যাপনের পরিকল্পনা করে ফেলেছেন অনেকে। তবে উৎসব-আনন্দ আর হই-হুল্লুড়ের মাঝেও ভুলে গেলে চলবে না সুস্বাস্থ্যের কথা। করোনার সংক্রমণ কমতে না কমতে শুরু হয়েছে ওমিক্রনের আক্রমণ। তাই সব রকম স্বাস্থ্যবিধি মেনেই মেতে উঠুন উৎসবের আনন্দে।
বড়দিনের আনন্দযাপনে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন—
মাস্ক ব্যবহার করতে ভুলবেন না
বাড়িতেই হোক বা বাড়ির বাইরে, বড়দিন উদ্যাপনের ক্ষেত্রে সুরক্ষিত থাকতে অবশ্যই সঙ্গে রাখুন মাস্ক। বাইরে যাওয়ার থাকলে কাপড়ের ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করুন। তবে বাড়িতে অতিথি এলে ডিজপোজেবেল মাস্ক ব্যবহার করতে পারেন।
সঙ্গে রাখুন স্যানিটাইজার
ঘর থেকে বের হরে অবশ্যই সঙ্গে স্যানিটাইজার রাখুন। শুধু খাওয়াদাওয়ার আগে নয়, কিছুক্ষণ পরপর স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন।
বাড়িতেই জমান আনন্দের আসর
বাড়িতে বড় বসার ঘর থাকলে অথবা ছাদে তৈরি করে নিতে পারেন উৎসবের আবহ। এতে কিছুটা হলেও সুরক্ষিতও থাকা যাবে। বাইরের ভিড় থেকে নিজেকে এবং প্রিয়জনেদের যত সম্ভব দূরে রাখুন।
আলিঙ্গন থেকে বিরত থাকুন
বাঙালি আলিঙ্গন থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবে বড়দিনের উৎসবে বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে দেখা হলেই আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। এখন যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই আড্ডায় মাতুন। এই অভ্যাস সবার জন্যই জরুরি।
জ্বরের উপসর্গ থাকলে ভিড় এড়ান
জ্বর বা ঠান্ডা লেগে সর্দি-কাশির মতো উপসর্গ থাকলে অবশ্যই ঘরে থাকুন। পার্টিতে যাওয়ার থাকলেও, নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে বাড়িতেই থাকুন।
সূত্র: আনন্দবাজার