• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

শিশুদের থাইরয়েড হলে কীভাবে বুঝবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৩, ০৪:৩৫ পিএম
শিশুদের থাইরয়েড হলে কীভাবে বুঝবেন

থাইরয়েড খুব পরিচিত একটি রোগ। নারীরা বেশি আক্রান্ত হলেও নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যা সবাই হতে পারে। নবজাতক শিশুদের থাইরয়েড হওয়ার কারণ বেশির ভাগটাই বংশানুক্রমিক বেশির ভাগ মানুষেরই একটা ভুল ধারণা থাকে যে এই রোগ কেবল বড় বয়সে হয়। তেমনটা কিন্তু একেবারেই নয়। শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা যেতে পারে।চলুন জেনে নিই নবজাতক শিশুদের থাইরয়েড হওয়ার লক্ষণগুলো কী কী—

  • শিশু খুব ঘুমাচ্ছে এবং মোটেই খেতে চাইছে না।
  • হাইপোথাইরয়েডের সমস্যা থাকলে জন্মের পর জন্ডিসের সমস্যা প্রকট হয়। এ ক্ষেত্রে বাচ্চারা অনেক শারীরিক সমস্যায় বেশ কিছু দিন ভোগে।
  • বাচ্চাদের ওজন হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে।
  • শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
  • অনেক সময় জ্বর না থাকলেও শিশুর শরীরে কাঁপুনি দেখা যায়। শরীরে পেশির সক্ষমতা তেমন একটা দেখা যায় না।

তবে এ সব লক্ষণ থাকলেই যে আপনার শিশু থাইরয়েডের সমস্যা রয়েছে এমনটা নয়। তবুও সতর্ক থাকা ভালো। দুশ্চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

Link copied!