• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অতিরিক্ত হাসি মৃত্যুর কারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৫:২৫ পিএম
অতিরিক্ত হাসি মৃত্যুর কারণ

হাসলে শরীর সুস্থ থাকে এটা আমরা সবাই জানি। দিনশেষে হাসিমুখের জন্যই যেন সমস্ত কষ্ট মেনে নেয়া যায়। কিন্তু হাসিও যে প্রাণঘাতী হতে পারে এটাই অবাক কান্ড। হাসতে হাসতে প্রাণ যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে তেমন বিরল নয়। অতিরিক্ত হাসির ফলে শরীরে যে প্রভাব পড়ে তার কারণে মৃত্যু হতে পারে। জেনে নিন অতিরিক্ত হাসি যেভাবে মৃত্যু ডেকে আনে চলুন জেনে নিই—

লক্ষণগুলো

  • চোখে দ্বিগুণ সংখ্যক দৃষ্টি
  • বমি হওয়া
  • হঠাৎ এবং অত্যাধিক পরিমাণে মাথা ব্যথা
  • খিঁচুনি
  • থমকে যাওয়া বা মনোযোগ হারানো
  • আলোর প্রতি স্পর্শকাতরতা

শারীরে যেসব জটিলতা দেখা দিতে পারে

  • অতিরিক্ত হাসির কারণে হাঁপানি হতে পারে। তবে শুধু হাসিই নয়; অতিরিক্ত কান্না, চিন্তা, উত্তেজনার কারণেও হাঁপানি হতে পারে।
  • অনেকেরই হালকা হাঁপানির সমস্যা থাকে। আর সেই অবস্থায় অতিরিক্ত হাসলে হাঁপানি আরও বেড়ে যেতে পারে। এর ফলে ভয়ানক শ্বাসকষ্ট হয়। দ্রুত চিকিৎসা করা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
  • ভয়ানক এক হাসির রোগের নাম জিলাস্টিক সিজার। সদ্য সিজার হয়েছে এমন রোগীর মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে অকারণে অস্বাভাবিক শব্দ করে হাসতে থাকেন রোগী। সেই হাসি আনন্দের থেকে অনেক বেশি কষ্টের।
  • জিলাস্টিক সিজারে আক্রান্ত রোগীরা টানা এক মিনিট পর্যন্ত হাসতে পারেন। হাসির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হাসি থামলে শরীরে ভয়ানক কষ্ট হয়। ব্রেন টিউমারের কারণেও জিলাস্টিক সিজারে আক্রান্তের সম্ভাবনা থাকে।
  • অতিরিক্ত হাসির কারণে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে শ্বাসরোধ হয়েও মৃত্যু হতে পারে অনেকের।
Link copied!