• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ভয়াবহ মারবার্গ ভাইরাস, কী এর উপসর্গ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৩:৫২ পিএম
ভয়াবহ মারবার্গ ভাইরাস, কী এর উপসর্গ?

করোনাভাইরাসের মহামারিতে অসংখ্য মৃ্ত্যু দেখেছে বিশ্ব। এরপরও ক্ষান্ত নেই। একের পর এক ভাইরাস সংক্রমণ আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে শঙ্কা ছড়ালো মাঙ্কিপক্স আতঙ্ক। সেই ভাইরাসের রহস্য উদঘাটন শেষ না হতেই আবারও নতুন ভাইরাসের খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

নতুন ভাইরাসের নাম মারবার্গ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, নতুন এই ভাইরাসটি অন্যদের তুলনায় আরও বেশি সংক্রামক এবং এর মারণ ক্ষমতা প্রায় ৮৮ শতাংশ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ঘানার দক্ষিণাংশে আশানি এলাকায় দুই জন ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। তাদের মৃত্যুও হয়েছে। এটি ভয়াবহ সংক্রামক ভাইরাস। যা ইবোলা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে।

নতুনভাবে সংক্রামক হলেও এই ভাইরাসের উপস্থিতি ছিল আরও আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৬৭ সালে পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় মারবার্গ ভাইরাসের উপস্থিতি ছিল। ওই সময় এই ভাইরাসে অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে প্রাণ হারায়। ২০২২ সালে নতুন করে এই ভাইরাসের উপস্থিতি চড়াও হয়ে উঠেছে। যা সত্যিই উদ্বেগের কারণ। 

মারবার্গ ভাইরাসের কিছু লক্ষণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়েছে।  

  • মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে মাত্রাতিরিক্ত জ্বর থাকবে।
  • এই ভাইরাস সংক্রমণের আরও একটি লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। প্রচণ্ড মাথা ব্যথা হবে রোগীর।
  • জ্বর ও মাথা ব্যথার সঙ্গে শরীরের বিভিন্ন পেশিতেও ব্যথা থাকবে। 
  • অনেক রোগীর ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। ডায়ারিয়া প্রকোপ আকার ধারণ করতে পারে।
  • মারবার্গ ভাইরাসের আরও একটি লক্ষণ হচ্ছে পেট ব্যথা। রোগীর পেটে ব্যথা হবে এবং এটি থেমে থেমেও উঠতে পারে। 
  • ক্র্যাম্পের সমস্যাও দেখা দেয় এই ভাইরাস সংক্রমণে।
  • মারবার্গ ভাইরাস সংক্রমণে বমি বমি ভাবও হয়। অনেকে প্রচণ্ড বমি হতে পারে। 
  • রোগীর রক্তপাতের সমস্যাও হতে পারে এই ভাইরাস সংক্রমণে। নাক, মাড়ি ও যোনি পথ দিয়েও রক্তপাত হতে পারে।

 

সূত্র: বিবিসি

Link copied!