করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও অভিনেতা সোহেল রানা। প্রায় ২০ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শুক্রবার (১৪ জানুয়ারি) তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ বলেন, “বর্তমানে বাবার (সোহেল রানা) শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকের পরামর্শে আব্বুকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। আব্বু নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। হাসপাতালের চেয়ে বাসায় চিকিৎসা দিলে তিনি দ্রুত সুস্থ হবেন।”
গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে সোহেল রানা হাসপাতালে ভর্তি হন। করোনা ও বার্ধক্যজনিত জটিলতার কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে গত ৬ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় জন্ম নেন ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। শিক্ষাজীবনে তিনি একজন ছাত্রনেতা ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তার জন্ম ঢাকায় হলেও পৈতৃক বাসস্থান বরিশাল জেলায়।
১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে সোহেল রানা বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।