ভারতের রাজস্থানের মডেল গুনগুন উপাধ্যায় হোটেলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঝাঁপ দেওয়ার আগে বাবাকে ফোন করে আত্মহত্যা করার কথা জানান তিনি। শনিবার (২৯ জানুয়ারি) রাতে যোধপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে।
ঝাঁপ দেওয়ার আগে গুনগুন তার বাবাকে ফোন করে বলেন, “আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।” ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উঠতি মডেল গুনগুন উপাধ্যায় শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে যান। ওই হোটেলের ছয়তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন।”
গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় তখন পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে গুনগুনকে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা যায়, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে।
তবে কী কারণে গুনগুন আত্মহত্যার চেষ্টা করলেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনো গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।