• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৩:১৫ পিএম
হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন!

দৈহিক গঠনের কারণে হৃতিক রোশনকে গ্রিক দেবতাদের সঙ্গে তুলনা করা হয়। কয়েকবার এশিয়ার সেরা সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন। সাবেক স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর হৃতিক একাই জীবন পার করছিলেন।

সম্প্রতি তার জীবনেও এসেছে নতুন প্রেম। বলিউড গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রায়ই মুম্বাইয়ের রেঁস্তোরায় দেখা যাচ্ছে হৃতিককে। গুঞ্জন উঠেছে খুব শিগগিরই সাবাকে বিয়ে করতে চলেছেন।

ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, সাবা আজাদকে খুব পছন্দ করেছে হৃতিক রোশনের পরিবার। তাই খুব শিগগিরই সাবাকে বিয়ে করতে চলেছেন হৃতিক-সাবা।

এর আগে সোশ্যাল মিডিয়ায় সাবা আজাদের একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা গেছে, হৃতিক রোশানের পরিবারের সঙ্গে বেশ খোশমেজাজে রয়েছেন সাবা। একসঙ্গে বসে আড্ডায় মাতেন তিনি।

এদিকে সাবার প্রতিটা পোস্টে মন্তব্যও করেন হৃতিক। যা নেটিজেনদের নজরে আসে।

হৃতিক ও সাবার পরিচয় হয়েছিল তাদের কাছের এক পরিচিত বন্ধুর মাধ্যমে। তিনি জানিয়েছেন, তারা দুজন প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। তার ভাষায়, হৃতিকের পরিবারের সব সদস্যই সাবাকে পছন্দ করেন। তার দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভালো।

অন্যদিকে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয় বলে জানান তাদের এই ঘনিষ্ট বন্ধু।

Link copied!