• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাসিমুখেই বিদায় নিয়েছেন লতা, বললেন চিকিৎসক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০২:২৯ পিএম
হাসিমুখেই বিদায় নিয়েছেন লতা, বললেন চিকিৎসক

কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতার কারণে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা যান লতা মঙ্গেশকর। জীবনের শেষ মুহূর্তগুলোতে চিকিৎসক প্রতীত সামধানির তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রতীত বলেন, “কোভিড আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনামুক্ত হলেও পরবর্তী জটিলতার জেরে স্তব্ধ হলো তাঁর যাত্রা। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ায় মৃত্যু হয় লতা মঙ্গেশকরের।”

তিন বছর ধরে লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. প্রতীত সামধানি। শেষ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।

প্রতীত সামধানি আরও বলেন, “যখনই তাকে কোনো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জানাতাম, একটুও বিরক্ত হতেন না তিনি। কথাও কম বলতেন। এত বড় শিল্পী অথচ কী সাধারণ চালচলন তাঁর। সারা জীবন মনে থাকবে আমার। বিশেষ করে তাঁর সেই মিষ্টি হাসি। জীবনের শেষ বেলাতেও তা অক্ষুণ্ণ ছিল।”

রোববার মুম্বাইয়ের ক্যান্ডি ব্রিচ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর শেষকৃত্যে বলিউড তারকা আর বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিতি ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Link copied!